বিসিএস লিখিত পরীক্ষার প্রস্তুতি বাংলা ইংরেজি গণিত বাংলাদেশ বিষয়াবলি ও আন্তর্জাতিক বিষয়াবলী,বিসিএস লিখিত পরীক্ষার প্রস্তুতি কৌশল
বিসিএস লিখিত পরীক্ষার প্রস্তুতি: বাংলা
বাংলা
বিসিএস লিখিত বাংলা ১ম ও ২য় পত্রে মোট ২০০ মার্কসের পরীক্ষা। আপনি যদি সিলেবাস ও ৩৫-৪৩তম বিসিএসের বিগত প্রশ্নের ধাচ পর্যালোচনা করে পড়াশোনা করেন, আশা করা যায় দ্রুততম সময়ের মধ্যে আপনার প্রস্তুতি গুছিয়ে আনতে পারবেন।
বিস্তারিত পড়ুন: https://www.banglanewsexpress.com/bcs-written-exam-preparation-2/
বিসিএস লিখিত পরীক্ষার প্রস্তুতি: ইংরেজি
ইংরেজি
বিসিএস লিখিত ইংরেজি প্রস্তুতিতে রচনা ব্যতীত নির্দিষ্টভাবে পড়ার কিছু নেই। তবে যারা বেসিক গ্রামার ও ফ্রি হ্যান্ডরাইটিংয়ে দক্ষ, তারা নিঃসন্দেহে অনেক এগিয়ে থাকবেন।
কেউ যদি ইংরেজি প্রস্তুতির ব্যাপারে এক বাক্যে জানতে চান, তাহলে বলবো, ইংরেজি পত্রিকা পড়ুন। এর কোনো বিকল্প নেই। যখন আপনি ইংরেজি পত্রিকা পড়ছেন; তখন খেয়াল করুন, সেখানে কী ধরনের Alternative words, linker, Complex sentence ব্যবহার করা হচ্ছে। পত্রিকায় লেখা কোনো একটি লাইনকে আপনার নিজের লেখার সঙ্গে তুলনা করুন। তাহলে আপনার ফ্রি হ্যান্ডরাইটিংয়ের ঘাটতির জায়গাটুকু শনাক্ত করতে পারবেন। তাতে আপনার লেখার মান বাড়বে।
অনেক প্রার্থী কঠিন কঠিন সম্পাদকীয় কলাম পড়তে গিয়ে উৎসাহ হারিয়ে ফেলেন, যা অনুচিত। আপনি পত্রিকার যে কোনো পৃষ্ঠাই পড়ুন না কেন, আপনার উন্নয়ন ঘটবেই। এর জন্য দরকার নিয়মিত অনুশীলন। দৈনিক ৩-৪টি কলাম মনোযোগের সঙ্গে পড়লে একমাস পর উন্নতিটা নিজেই অনুভব করতে পারবেন।
ইংরেজিতে ভালো করতে চাইলে কিছু বিষয় অবশ্যই মাথায় রাখবেন
১. বানান ভুল একজন লিখিত পরীক্ষার্থীর জন্য খুবই দৃষ্টিকটু। ভুলবশত বা অসচেতনভাবে যাদের বানান ভুল করার অভ্যাস আছে; তারা যে কোনো টপিক মনোযোগ দিয়ে পড়ার অভ্যাস করুন।
বিস্তারিত পড়ুন: https://www.banglanewsexpress.com/bcs-written-exam-preparation-2/
বিসিএস লিখিত পরীক্ষার প্রস্তুতি: গণিত
গণিত
গণিত প্রস্তুতির ক্ষেত্রে আমি বলবো, হাতেগোনা কিছু চ্যাপ্টার ব্যতীত বেশিরভাগ অধ্যায়ের প্রস্তুতিতে আপনার বেশি ইফোর্ট দিতে হবে না। তবে যেহেতু বিষয়টি হচ্ছে গণিত, যেখানে ৫০ এর মধ্যে ৫০ পাওয়ার সুযোগ আছে; সেহেতু এ সুযোগকে পরিপূর্ণভাবেই কাজে লাগানো উচিত।
গণিত বিষয়ে আমার নিজস্ব অনুসৃত পরামর্শ
১. যেহেতু গণিতে পিএসসি অনেক সময় সিলেবাসের বাইরে থেকেও প্রশ্ন করে থাকে, তাই নবম-দশম শ্রেণির গণিত বই ও কনফিডেন্সের বিসিএস সংক্ষিপ্ত সাধারণ গণিত বইটিকে ভিত্তি ধরে আপনার প্রস্তুতি সম্পন্ন করতে পারেন।
২. বেশিরভাগ পরীক্ষার্থীর কাছে বিন্যাস, সমাবেশ, সম্ভাব্যতা, জ্যামিতি, ত্রিকোণমিতি, অসমতা, কার্তেসীয় জ্যামিতি, সরলরেখা ও উপপাদ্য এ অধ্যায়গুলো কঠিন মনে হয়। এ ক্ষেত্রে বুঝে বুঝে অনুশীলন করলে সহজ হয়ে যাবে। প্রয়োজনবোধে কোচিংয়ে স্বনামধন্য শিক্ষকদের কাছে অধ্যায়গুলো বুঝে নিন।
৩. অন্য গুরুত্বপূর্ণ অধ্যায়ের মধ্যে রয়েছে ভেনচিত্র, ধারা, লগারিদম, সূচক, দ্বিঘাত সমীকরণ, বহুপদী উৎপাদক ও বীজগণিত।
বিস্তারিত পড়ুন: https://www.banglanewsexpress.com/bcs-written-exam-preparation-2/
বিসিএস লিখিত পরীক্ষার প্রস্তুতি: বাংলাদেশ বিষয়াবলি
বাংলাদেশ বিষয়াবলি
প্রথমেই মাথায় রাখুন, বাংলাদেশ বিষয়াবলির লিখিত সিলেবাসটি আদতে যতটা বড় মনে হয়, আসলে কিন্তু তা নয়। কারণ এই সিলেবাসের একটি অংশ আপনি ইতোমধ্যেই প্রিলিমিনারিতে পড়ে ফেলেছেন। এছাড়া অনেকগুলো অংশ আপনি বাংলা ও ইংরেজি রচনার সাথে সামঞ্জস্য খুঁজে পাবেন। মোটকথা, আমি চেষ্টা করবো যেন সাবজেক্টটি আমার কাছে যতটা কঠিন লেগেছিল, লেখাটি পড়ে আপনার জন্য অনেকাংশেই সহজ হয়ে যায়। আপনি যেন পুরো বিষয়টির একটা খসড়া পরিকল্পনা নিজেই করে ফেলতে পারেন। তাই আপনার লিখিত সিলেবাস হাতে নিন।
লক্ষ্য করুন
১. মোট ১৪টি অধ্যায় রয়েছে লিখিত সিলেবাসে, যার মধ্যে অধ্যায় ৩, অধ্যায় ৯ (আন্তর্জাতিকে এ চ্যাপ্টার পাবেন) ও অধ্যায় ১৪ (আন্তর্জাতিকে এ চ্যাপ্টার পাবেন) না পড়লেও হবে।
২. অধ্যায় ৫, অধ্যায় ১২ ও অধ্যায় ১৫ এর জন্য ০৩টি রচনা রেডি করুন:
ক. জলবায়ু পরিবর্তন (অধ্যায় ৫)
খ. ডিজিটাল বাংলাদেশ (অধ্যায় ১২) ও
গ. নারীর ক্ষমতায়ন (অধ্যায় ১৫)
রচনাগুলো এমনভাবে পড়ুন, যেন ০৩টি অধ্যায় থেকে পূর্বের বিসিএসে যা যা প্রশ্ন এসেছে, তার উত্তর কাভার হয়ে যায়।
বিস্তারিত পড়ুন: https://www.banglanewsexpress.com/bcs-written-exam-preparation-2/
বিসিএস লিখিত পরীক্ষার প্রস্তুতি: আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলি বিষয়টি বিসিএস প্রস্তুতির অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয়। কেননা আপনি যে বিষয়েই অনার্স বা মাস্টার্স করে থাকুন না কেন, এর মৌলিক বিষয়গুলো প্রিলিমিনারি, লিখিত ও ভাইবার জন্য লাগবেই। আর পররাষ্ট্র ক্যাডার প্রথম পছন্দ হলে তো কথাই নেই।
তাই আমি বলব, ১০০ নম্বরের এ বিষয়ে আপনি আপনার প্রস্তুতিতে যত বেশি বুঝে বুঝে কনসেপশন ক্লিয়ার রাখতে পারবেন; ততই তা আপনার পথকে সহজ করে দেবে।
প্রথমেই বলব, ৪০ মার্কসের কনসেপচুয়াল প্রশ্নের বিষয়ে। যেহেতু এ অংশটুকু বিভিন্ন তত্ত্ব, নীতি, মতবাদ, চুক্তি, গুরুত্বপূর্ণ সংগঠন, কূটনীতির মৌলিক বিষয়াদি নিয়ে গঠিত। তাই এ অংশে ভালো করতে হলে আপনাকে স্বচ্ছ ধারণা রাখতে হবে প্রতিটি বিষয়ে। সঠিক ধারণা না থাকলে একজন পরীক্ষার্থী উপগ্রহ রাষ্ট্র ও মুখাপেক্ষী রাষ্ট্র, উদারতাবাদ ও বাস্তববাদ ইত্যাদির ক্ষেত্রে হয়তো সঠিক উত্তর করতে পারবেন না।
এ বিষয়ে আমার পরামর্শ হচ্ছে
১. বই থেকে কোনো কনসেপ্ট পরিষ্কার না হলে ইন্টারনেট বা ইউটিউব থেকে সাহায্য নিন।
২. বাজারে প্রচলিত ভালো একটি বই থেকে বিগত প্রশ্নসহ সংশ্লিষ্ট প্রশ্নগুলো পড়ে ফেলুন, এতেই আশা করি ১০টি প্রশ্ন থেকে ৬-৭টি প্রশ্ন কমন পাবেন।
৩. এ বিষয়ে ভালো মার্কস তুলতে প্রযোজ্য ক্ষেত্রে বিশেষজ্ঞদের উক্তি বা প্রামাণ্য সংজ্ঞা দিন, যেমন- বিভিন্ন মতবাদ, ধারণা ও আদর্শ ইত্যাদির ক্ষেত্রে এটি প্রযোজ্য। এছাড়া ওই মতবাদ বা ধারণা কোথাও প্রচলিত ছিল বা আছে কি না এবং ইতিহাসে এর প্রয়োগ ও ফলাফল কি, তা জেনে উপস্থাপন করুন।
বিস্তারিত পড়ুন: https://www.banglanewsexpress.com/bcs-written-exam-preparation-2/
বিসিএস লিখিত পরীক্ষার সুপার সাজেশন
১ম থেকে সকল বিসিএস প্রশ্ন ও সমাধান লিংক
Professor Primary Assistant Teacher book লিংক
নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক
ইংরেজি
ইংরেজি ব্যাকরণ
প্রশ্ন | পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর | প্রশ্ন | পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর |
Parts of Speech | প্রশ্ন ও উত্তর লিংক | Abbreviations or Elaboration Terms | প্রশ্ন ও উত্তর লিংক |
Article | প্রশ্ন ও উত্তর লিংক | One word Substitutions | প্রশ্ন ও উত্তর লিংক |
Appropriate Preposition | প্রশ্ন ও উত্তর লিংক | English literature | প্রশ্ন ও উত্তর লিংক |
Preposition | প্রশ্ন ও উত্তর লিংক | Sentence Correction | প্রশ্ন ও উত্তর লিংক |
Right forms of verb | প্রশ্ন ও উত্তর লিংক | Translation /Vocabulary | প্রশ্ন ও উত্তর লিংক |
Voice | প্রশ্ন ও উত্তর লিংক | Spelling | প্রশ্ন ও উত্তর লিংক |
Narration | প্রশ্ন ও উত্তর লিংক | Synonym-Antonym | প্রশ্ন ও উত্তর লিংক |
Phrase and Idioms | প্রশ্ন ও উত্তর লিংক | Word Meaning | প্রশ্ন ও উত্তর লিংক |
prefix and suffix | প্রশ্ন ও উত্তর লিংক | প্রায় ৩০০টি প্রশ্ন উত্তরসহ | প্রশ্ন ও উত্তর লিংক |
নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক
বাংলা
বাংলা ব্যাকরণ
প্রশ্ন | পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর | প্রশ্ন | পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর |
সন্ধি | প্রশ্ন ও উত্তর লিংক | শেখ হাসিনা | প্রশ্ন ও উত্তর লিংক |
বিপরীত শব্দ | প্রশ্ন ও উত্তর লিংক | বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান | প্রশ্ন ও উত্তর লিংক |
সমার্থক শব্দ | প্রশ্ন ও উত্তর লিংক | জাতীর ৪ নেতা | প্রশ্ন ও উত্তর লিংক |
শুদ্ধ বানান | প্রশ্ন ও উত্তর লিংক | বিভিন্ন চুক্তি বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত | প্রশ্ন ও উত্তর লিংক |
এককথায় প্রকাশ | প্রশ্ন ও উত্তর লিংক | মুক্তিযুদ্ধ সেক্টর | প্রশ্ন ও উত্তর লিংক |
তৎসম অর্ধতৎসম তদ্ভব বিদেশী ও দেশি শব্দ | প্রশ্ন ও উত্তর লিংক | রােহিঙ্গা সমস্যা | প্রশ্ন ও উত্তর লিংক |
উপসর্গ | প্রশ্ন ও উত্তর লিংক | বাংলাদেশের জনপদ | প্রশ্ন ও উত্তর লিংক |
সমাস | প্রশ্ন ও উত্তর লিংক | সংবিধান | প্রশ্ন ও উত্তর লিংক |
বাগধারা, প্রবাদ ও প্রবচন | প্রশ্ন ও উত্তর লিংক | মুক্তিযুদ্ধ | প্রশ্ন ও উত্তর লিংক |
কারক-বিভক্তি | প্রশ্ন ও উত্তর লিংক | বাংলাদেশের ভৌগলিক | প্রশ্ন ও উত্তর লিংক |
যুক্ত বর্ণের | প্রশ্ন ও উত্তর লিংক | কবি সাহিত্যিকের রচনা বা জন্ম মৃত্যু | প্রশ্ন ও উত্তর লিংক |
ধ্বনি, বর্ণ | প্রশ্ন ও উত্তর লিংক | উপন্যাস/রচনাসমগ্র | প্রশ্ন ও উত্তর লিংক |
বাক্য (সরল, জটিল, যৌগিক) | প্রশ্ন ও উত্তর লিংক | ভাষা আন্দোল | প্রশ্ন ও উত্তর লিংক |
পদ নির্ণয় | প্রশ্ন ও উত্তর লিংক | বিখ্যাত স্থান | প্রশ্ন ও উত্তর লিংক |
পারিভাষিক শব্দ | প্রশ্ন ও উত্তর লিংক | ||
দ্বিরুক্ত শব্দ/ দ্বন্দ্ব | প্রশ্ন ও উত্তর লিংক | স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস | প্রশ্ন ও উত্তর লিংক |
বাংলাদেশের চলচ্চিত্র | প্রশ্ন ও উত্তর লিংক | বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি প্রত্নতাত্ত্বিক নিদর্শন | প্রশ্ন ও উত্তর লিংক |
বাংলাদেশের স্বাধীনতা পুরস্কার সম্পর্কে সাধারণ জ্ঞান | প্রশ্ন ও উত্তর লিংক |
নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক
গণিত
প্রশ্ন | পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর | প্রশ্ন | পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর |
দশমিকের (যোগ, বিয়োগ, গুণ*, ভাগ) | প্রশ্ন ও উত্তর লিংক | বীজগাণিতিক মান নির্ণয় | প্রশ্ন ও উত্তর লিংক |
শতকরা, লাভ-ক্ষতি, মুনাফা | প্রশ্ন ও উত্তর লিংক | উৎপাদক নির্ণয়, গড়, মধ্যক, প্রচুরক নির্ণয় | প্রশ্ন ও উত্তর লিংক |
ল.সা.গু, গ.সা.গু | প্রশ্ন ও উত্তর লিংক | ত্রিভুজক্ষেত্র, বর্গক্ষেত্র | প্রশ্ন ও উত্তর লিংক |
ঐকিক নিয়ম (কাজ, খাদ্য, সৈন্য) | প্রশ্ন ও উত্তর লিংক | আয়তক্ষেত্রের বেসিক সূত্রের অংকসমূহ, সরলরেখা | প্রশ্ন ও উত্তর লিংক |
অনুপাত:সমানুপাত | প্রশ্ন ও উত্তর লিংক | গাছের উচ্চতা/ মিনারের উচ্চতা | প্রশ্ন ও উত্তর লিংক |
সংখ্যা পদ্ধতি | প্রশ্ন ও উত্তর লিংক | মইয়ের দৈর্ঘ্য/সূর্যের উন্নতি | প্রশ্ন ও উত্তর লিংক |
বিগত সালে প্রশ্ন | প্রশ্ন ও উত্তর লিংক | পরিমাপ ও পরিমান | প্রশ্ন ও উত্তর লিংক |
নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক
কম্পিউটার
প্রশ্ন | পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর | প্রশ্ন | পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর |
তথ্য ও প্রযুক্তি লিখিত প্রশ্ন উত্তর | প্রশ্ন ও উত্তর লিংক | বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | প্রশ্ন ও উত্তর লিংক |
কম্পিউটার | প্রশ্ন ও উত্তর লিংক | সেটেলাইট-১ | প্রশ্ন ও উত্তর লিংক |
LAN, WAN কম্পিউটার নেটওয়ার্ক | প্রশ্ন ও উত্তর লিংক | কম্পিউটার সংক্ষিপ্ত শব্দের পূর্ণরুপ | প্রশ্ন ও উত্তর লিংক |
গুগল | প্রশ্ন ও উত্তর লিংক | বিভিন্ন দেশের ইন্টারনেট স্পীড | প্রশ্ন ও উত্তর লিংক |
৩জি,৪জি, ৫ জি | প্রশ্ন ও উত্তর লিংক | ||
নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক
General Knowledge (GK) সাধারণ জ্ঞান ও বিজ্ঞান
প্রশ্ন | পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর | প্রশ্ন | পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর |
ইতিহাস , সভ্যতা ও সংস্কৃতি | প্রশ্ন ও উত্তর লিংক | পুরস্কার ও সম্মাননা | প্রশ্ন ও উত্তর লিংক |
গভর্নর জেনারেল ও ভাইসরয়দের তালিকা | প্রশ্ন ও উত্তর লিংক | খেলাধুলা | প্রশ্ন ও উত্তর লিংক |
বাংলার শাসন আমল | প্রশ্ন ও উত্তর লিংক | জিন-কোষ | প্রশ্ন ও উত্তর লিংক |
ভূপ্রকৃতি ও জলবায়ু | প্রশ্ন ও উত্তর লিংক | বিভিন্ন রোগব্যাধি | প্রশ্ন ও উত্তর লিংক |
বিখ্যাত উক্তি | প্রশ্ন ও উত্তর লিংক | পরিমাপক যন্ত্র | প্রশ্ন ও উত্তর লিংক |
সংক্ষিপ্ত রূপ বা বিস্তারিত শর্তাবলী | প্রশ্ন ও উত্তর লিংক | রসায়ন | প্রশ্ন ও উত্তর লিংক |
আন্তর্জাতিক সংস্থার সংক্ষিপ্ত নাম | প্রশ্ন ও উত্তর লিংক | ভূগোল | প্রশ্ন ও উত্তর লিংক |
আন্তর্জাতিক দিবস ও জাতীয় দিবস | প্রশ্ন ও উত্তর লিংক | পদার্থ বিজ্ঞান | প্রশ্ন ও উত্তর লিংক |
বিভিন্ন দেশের আয়তন ও রাজধানী | প্রশ্ন ও উত্তর লিংক | জীববিজ্ঞান | প্রশ্ন ও উত্তর লিংক |
বিভিন্ন দেশের মুদ্রা নাম | প্রশ্ন ও উত্তর লিংক | গাণিতিক পরিমাপের একক | প্রশ্ন ও উত্তর লিংক |
বাংলাদেশের আলােচিত ঘটনাবলী | প্রশ্ন ও উত্তর লিংক | সাধারণ বিজ্ঞান | প্রশ্ন ও উত্তর লিংক |
সাম্প্রতিক সোস্যাল মিডিয়া | প্রশ্ন ও উত্তর লিংক | বাংলাদেশের স্বাধীনতা পুরস্কার এর জানা ও অজানা সকল তথ্য | প্রশ্ন ও উত্তর লিংক |
নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক
লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান
গণিত লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান | সমাধান / উত্তর লিংক | আন্তর্জাতিক বিষয়াবলী লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান | সমাধান / উত্তর লিংক |
বাংলাদেশ লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান | সমাধান / উত্তর লিংক | বিজ্ঞান ও প্রযুক্তি লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান | সমাধান / উত্তর লিংক |
ইংরেজি লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান | সমাধান / উত্তর লিংক | মানসিক দক্ষতা লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান | সমাধান / উত্তর লিংক |
বাংলা ১ম ও ২য় পত্র লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান | সমাধান / উত্তর লিংক |
রচনা ,প্রবন্ধ | উত্তর লিংক | ভাবসম্প্রসারণ | উত্তর লিংক |
আবেদন পত্র ও Application | উত্তর লিংক | অনুচ্ছেদ রচনা | উত্তর লিংক |
চিঠি ও Letter | উত্তর লিংক | প্রতিবেদন | উত্তর লিংক |
ইমেল ও Email | উত্তর লিংক | সারাংশ ও সারমর্ম | উত্তর লিংক |
Paragraph | উত্তর লিংক | Composition | উত্তর লিংক |
CV | উত্তর লিংক | Seen, Unseen | উত্তর লিংক |
Essay | উত্তর লিংক | Completing Story | উত্তর লিংক |
Dialog/সংলাপ | উত্তর লিংক | Short Stories/Poems/খুদেগল্প | উত্তর লিংক |
অনুবাদ | উত্তর লিংক | Sentence Writing | উত্তর লিংক |
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও