শামসুল উলমা আল্লামা ফুলতলী ছাহেব কিবলা (রহ.) এর অত্যন্ত স্নেহভাজন, মসলকে ফুলতলীর নিবেদিত প্রাণ খাদিম, প্রবীন আলেমে দ্বীন, হযরত মাওলানা আব্দুল বারী জিহাদী ছাহেবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জকিগঞ্জ উপজেলা সচেতন নাগরিক ফোরাম সিলেটের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী।
শোক বার্তায় দুধরচকী বলেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আব্দুল বারী জিহাদী ছাহেব, ছিলেন শামসুল উলমা আল্লামা ফুলতলী ছাহেব কিবলা (রহ.) এর অত্যন্ত স্নেহভাজন, ও মসলকে ফুলতলীর নিবেদিত প্রাণ খাদিম, প্রবীন আলেমে দ্বীন, হযরত মাওলানা আব্দুল বারী জিহাদীর মৃত্যুতে সিলেট তথা সমগ্র জাতি একজন প্রখ্যাত দ্বীনে আলেমকে হারালো।
তার এই শূন্যস্থান অপূরণীয়।
দুধরচকী, মহান আল্লাহর দরবারে মরহুমের মাগফেরাত ও জান্নাতুল ফেরদাউস কামনা করেন। এ ছাড়া তিনি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।