কুড়িগ্রাম প্রতিনিধি: পায়ে হেঁটে দেশের ৪৯৫ টি উপজেলা ভ্রমণে বের হয়েছেন সাকিব আল হাসান রুবেল নামের এক কন্টেন্ট ক্রিয়েটর। সম্প্রতি তিনি ফেসবুকে একটি লেখা পোস্ট করেছেন। একান্ত আলাপচারিতায় সাকিব আল হাসান রুবেল বলে ছোট বেলা থেকেই ঘোরাফেরা পছন্দ করতেন।
কিন্তু পরিবারের সাপোর্ট ও টাকা না থাকায় দুরে কোথাও যাওয়া সম্ভব হয়নি তার। ২০০৯ সালে চাকুরীতে যোগদান করেই সাপ্তাহিক বন্ধ দিনে ছুটে যেতেন বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থানে। সাকিব আল হাসান রুবেল বলেন- আমার মুল লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে ‘বাংলাদেশের রাষ্ট্রীয়, সামজিক, জনকল্যাণ বাস্তবায়িত ও নির্মিত স্থান দর্শন এবং দেশের ৪৯৫ উপজেলার বিভিন্ন দর্শনীয় স্থান সম্পর্কে জানা ও জ্ঞান অর্জন করা’।
তরুণ এই কন্টেন্ট ক্রিয়েটরের বেড়ে ওঠা কুড়িগ্রাম জেলার সীমান্তবর্তী রৌমারী উপজেলার চর বামনের চর গ্রামে। বাংলাদেশের প্রতিটি উপজেলা ঘুরা শেষ হলে এরপর লক্ষ্য কী? এমন প্রশ্নে রুবেল জানান, আমি প্রথমে উপজেলা গুলো ভ্রমণ করবো পাশাপাশি টেকনাফ থেকে তেঁতুলিয়া ভ্রমণ করবো। তারপর জেলা ভ্রমণের পর বাংলাদেশ সাড়ে ৪ হাজার ইউনিয়ন ভ্রমণ করবো এবং সর্বশেষ বিশ্ব ভ্রমণে বের হবো।